• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নির্বাচন বন্ধের দাবিতে পটুয়াখালীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

  • ''
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০২৩

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী প্রতিনিধিঃ

ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের ডাকে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে এগারোটায় সদর রোডস্থ বনানী এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসার ক্যাম্পের আল আকসা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এসময় জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ জেলা ও বিভিন্ন ইউনিটের প্রায় কয়েকশত নেতাকর্মী।

লিফলেট বিতরণকালে নেতারা বলেন, এই ডামি ও ভারতমুখি নির্বাচন বন্ধে আমাদের প্রচারণা চলছে চলবে। দীর্ঘ ১৫ বছর ধরে দুঃশাসনের কাছে আমরা জিম্মি রয়েছি আর এই দুঃশাসন থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি ভোট বর্জনের মধ্য দিয়ে সরকারকে বর্জন করতে হবে। আর এই প্রহসনের নির্বাচন সাধারণ জনগণ মানবে না বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads